শনিবার, ১২ অক্টোবর ২০১৯
আবরার হত্যায় আরেক আসামি মোয়াজ গ্রেফতার
Home Page » প্রথমপাতা » আবরার হত্যায় আরেক আসামি মোয়াজ গ্রেফতার
বঙ্গ-নিউজঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় এজহারভুক্ত আরেক আসামি মোয়াজ আবু হুরাইরা গ্রেফতার করেছে পুলিশ। মোয়াজ বুয়েটের সিএসই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।
শনিবার সকাল ১১টার দিকে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, এনিয়ে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৫ জনসহ ১৯ জনকে গ্রেফতার করা হল।
গ্রেফতার অমিত সাহাসহ চারজনের নাম আবরারের বাবার করা মামলায় না থাকলেও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান মাসুদুর।
গত ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের একটি কক্ষে আবরারকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত হিসেবে যাদের নাম এসেছে, তারা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে বহিষ্কার করেছে।
বাংলাদেশ সময়: ১৫:২৩:১২ ৭৫৪ বার পঠিত # #আবরার-হত্যাকাণ্ড #খুন #গ্রেফতার #বুয়েট