বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
Home Page » প্রথমপাতা » ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
বঙ্গ-নিউজঃ রাজধানীর হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। গতকাল ১৬ অক্টোবর, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাতে এক মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন আরোহী। তাদের মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারে র্যাব কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়।
এতে সকলেই গুরুতর আহত হন। তাদের তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে সাড়ে ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। তার নাম এখনো জানা যায়নি।
গুরুতর আহতাবস্থায় সোহেল হোসেন (২৮) খাদিজা আক্তার (২৫) নামের দুইজন চিকিৎসাধীন আছেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিস্তারিত জানার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি জানান, নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২:৩১:৩৯ ৬৬৫ বার পঠিত