
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
মিতালী সংঘের উদ্যোগে ক্রিকেট টুুর্নামেন্ট অনুষ্ঠিত
Home Page » ক্রিকেট » মিতালী সংঘের উদ্যোগে ক্রিকেট টুুর্নামেন্ট অনুষ্ঠিতবঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার হামিদপুর চৌরাস্তা মিতালী সংঘের উদ্যোগে আজ(১৬ নভেম্বর) মিতালী সংঘ ও হামিদপুর গ্রামবাসীর মধ্যে আজ ফাইলাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুনার্মেন্টের স্পন্সর দায়িত্ব নেন যুবলীগ নেতা ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব মোজ্জামেল হক মোশারফ । নবগঠিত ২নং দঃ বংশীকুন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী । ২০ ওভারের টুর্নামেন্টে ৩ ইউকেট ও ৭ ওভার হাতে রেখে ম্যাচ বিজয়ী হয় হামিপুর গ্রাম একাদশ।
টুর্নামেন্ট শেষে ম্যাচ বিজয়ী দলের অধিনায়ক মিজানুর রহমান হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন মোজ্জামেল হক মোশারফ। এবং পরাজিত দলের পক্ষে গ্রহন করেন অধিনায়ক সুমন আহমেদ।
বাংলাদেশ সময়: ২১:২০:৪১ ৬৭৭ বার পঠিত