মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
মধ্যনগরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » মধ্যনগরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃঃ সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন অবিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন আজ সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সাধারন অবিভাবক সদস্য পদে অংশগ্রহন করেন ৬ জন। নির্বাচিত সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন ২৮৪ ভোট পেয়ে ২ নং ব্যালটে এবিএম জুয়েল তাং, দ্বিতীয় হয়েছেন ৪নং ব্যালটে দেলোয়ার হোসেন, তৃতীয় হয়েছেন ৫নং ব্যালটে নুর মিয়া,সবর্শেষ চতুর্থ সদস্য হয়েছেন ৩ নং ব্যালটে দানেশ চক্রবর্তী।
অপরাজিত দুজন ১নং ব্যালটে আলাল উদ্দিন, ৬নং ব্যালটে মোঃ রফিকুল ইসলাম।
বিকেল সাড়ে ৫ টায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও এ নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা আবু তাহের মোঃ কামরুল হাসান।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:৫৯ ৭৯৪ বার পঠিত