সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
মধ্যনগরে ১৩ টি ভারতীয়গরু আটক
Home Page » সারাদেশ » মধ্যনগরে ১৩ টি ভারতীয়গরু আটক
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগর থানার সীমান্তবর্তী বংশীকুণ্ডা (উঃ)ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে ১৩ টি ভারতীয় গরু আটক করেছেন মোহনপুর সীমান্ত ক্যাম্পের টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আজ রাত সাড়ে তিনটার দিকে গরুগুলো আটক করা হয়।
জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরাকার বারিরা মোহনপুর সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু আমদানি করছিল। এ সময় সীমান্তে টহলরত নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৩টি গরু আটক করেন।
তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি’র মোহনপুর বিওপির নায়েক সুবেদার আব্দুর রউফ হাওলাদার বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, আটক গরুগুলো কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ৯:১৫:৩২ ৭২২ বার পঠিত # #মধ্যনগরে ভারতীয়গরুআট #মোহনপুর সীমান্ত