
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
বোকা মানুষ
Home Page » প্রথমপাতা » বোকা মানুষবোকা মানুষ
রুবাইয়াত সাইমুম চৌধুরী
———–
মেঘ ছোয়া বাতাসে
ফাগুণের আকাশে স্বপ্ন উড়ে।
কত শত স্বপ্ন ওড়ে,
ছোট বড় মাঝারি, লম্বা-বেটে
কোনটা এবার হোঁৎকা বটে।
বজ্র রাজা মেঘের উপরে থাকে
একে একে,
ধরতে চায় সবকটা স্বপ্নকে।
তাই আহ্লাদ করে স্বপ্নদের ডাকে,
আলো দেখায়, শব্দ শোনায়- কখনোবা শব্দ ফোটায়।
তবু স্বপ্নসব উড়তে থাকে,
রাজার নাগাল থেকে দূরে দূরে ।
তাতেই রাজা রেগে,
হুকুম করেন আনতে ধরে ,
সবগুলো স্বপ্নকে|
তাইত তখন সৈন্য আসে,
দলবেধে একসাথে,
ঝাপিয়ে পরে স্বপ্নের ডানার মাঝে।
ভাঙ্গা ডানার স্বপ্নগুলো পরতে থাকে,
এঁকে বেঁকে, উল্টো হয়ে, চক্রাকারে।
ধুপ ধাপ, টুপ টাপ স্বপ্নগুলো পরতে থাকে
মাঠে ঘাটে টিনের চালে,
কখনোবা তোমার আমার মাথার মাঝে।
উল্টে পড়া, হারিয়ে যাওয়া,
যুঝতে থাকা,
হাল্কা ভাবে উড়তে থাকা,
হেরে যাওয়া
আকাশকুসুম স্বপ্ন এক একটা,
এদেরকেই বৃষ্টি নামে ডাকি আমরা।
বজ্ররাজা ভাবে, মানুষগুলো বড্ড বোকা।
বাংলাদেশ সময়: ১৩:৩৫:৪৪ ৬৬৫ বার পঠিত #Rubaiyat Shaimom Chowdhury #বোকা মানুষ #রুবাইয়াত সাইমুম চৌধুরী