বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
বাংলার স্বাধীনতা - বাদল মেহেদী
Home Page » সাহিত্য » বাংলার স্বাধীনতা - বাদল মেহেদী
একাত্তরের পঁচিশে মার্চ ছিল পাকিস্তানি সেনাদের গণহত্যার রাত
নিশ্চুপ থাকেনি বাংলার জনগণ
গড়ে তোলে প্রতিরোধ, শুরু হয় পালটা আঘাত
তারপর সব ইতিহাস -
পতাকা বদলে ফেলে বীর জনতা
ইতিহাসে লেখা হয় বাংলার স্বাধীনতা।

বাংলাদেশ সময়: ১৯:০৮:৩৫ ৬৭৩ বার পঠিত #কবিতা #বাংলা #স্বাধীনতা