রবিবার, ৫ এপ্রিল ২০২০
বীর মুক্তিযোদ্ধা আলী উসমান আর নেই
Home Page » বিবিধ » বীর মুক্তিযোদ্ধা আলী উসমান আর নেই
আল-আমিন সালমান,বঙ্গ-নিউজ|| সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আলী উসমান বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার, হাপানিসহ নানান জটিল রোগে ভুগছিলেন তিনি। রোববার দুপুর দেড়টায় নিজ বাড়িতে বিনা চিকিৎসায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এ বীর মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধা আলী উসমান অবিবাহিত জীবনে তাঁর এক ভাতিজাকে নিজের ছেলের মতো লালন করেছেন। অসুস্থ্য হওয়ার পর ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ৬ মাস চিকিৎসা নিয়ে অর্থাভাবে বছর খানেক আগে তিনি বাড়ি ফিরে এসছিলেন। আর্থিক সংকটের কারণে আর চিকিৎসাসেবা নিতে পারছিলেন না তিনি। তাই সরকারি সহায়তার জন্য গেল ১৬ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি লিখিতভাবে আবেদন করেছিলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন ইউএনও। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করার জন্য আলী উসমানের পালিত সন্তান আকতার হোসেনকে পরামর্শ দেন। সমাজসেবা কর্মকর্তার পরামর্শমতে আকতার হোসেন নির্ধারিত ফরমে আবেদন লিখে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানোর জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দেয়। কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তা দাবি করেছেন আকতার হোসেন পরে কোনো যোগাযোগ করেনি।
ভারপ্রাপ্ত ইউএনও আবু তালেব বলেন, ‘জেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর যে আবেদনটি পাঠানোর কথা সে আবেদন করা হয়েছে কি না সে ধরনের কোনো তথ্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমাকে দেয়নি।’
বাংলাদেশ সময়: ২২:২৫:২৭ ৮০৩ বার পঠিত #বীর মুক্তিযোদ্ধা আলী উসমান আর নেই