
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৭ ,মোট মৃতের সংখ্যা ১৬৬
Home Page » প্রথমপাতা » ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৭ ,মোট মৃতের সংখ্যা ১৬৬ বঙ্গ=নিউজ: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭শ ৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩৩ জন।
এদিকে ভারতের লকডাউন ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হলেও এটি আরো বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বেশ কয়েকটি স্থানকে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। ওইসব স্থান ইতিমধ্যে লকডাউন করে দেয়া হয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০১:২০ ৭৭৬ বার পঠিত # #করোনা ভাইরাস #মহামারি আকারে করোনা ভাইরাস #সারা বিশ্বে করোনা