বুধবার, ২৭ মে ২০২০
মধ্যনগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
Home Page » সারাদেশ » মধ্যনগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
আল-আমিন সালমান, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের মধ্যনগর থানায় দেবেশ সরকার (৩৮) নামের এক নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিল থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে সে নিখোঁজ হয়। দেবেশ সরকার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাকড়দি গ্রামের জামিনী সরকারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দেবেশ সরকারসহ আরো তিনজন জাল দিয়ে মাছ ধরতে নৌকা যোগে টাঙ্গুয়ার হাওরের কৈকেরকুরি বিলে যায়। রাতে ঝড় শুরু হলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও দেবেশ সরকার ডুবে যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে বুধবার সকাল থেকে স্থানীয়রা কৈকেরকুরি বিলে তাকে খুঁজতে থাকলে দুপুরে ওই বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, হাওর থেকে দুপুরে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৩০:৪০ ৮৬৯ বার পঠিত #নিখোঁজ জেলের লাশ উদ্ধার