শুক্রবার, ১২ জুন ২০২০
শ্যাম মহিরুহ-ইফতেখার আলম
Home Page » বিনোদন » শ্যাম মহিরুহ-ইফতেখার আলম
উৎপল হাসি কাজল চাহুনি
শ্যাম মহিরুহ তুমি,
কক্ষের কুঁড়ি রোদে ঝলমল
পুষ্পিতা মৌসুমি।
চঞ্চল বায়ু অস্থির দেহ
শীতল চামর দোলে,
মায়াবী অধর মন উচাটন
প্রিয়ঙ্গনার বোলে।
ঘন অরণ্য কুহেলিকা তুমি
বাজিকর সৌঁরিক,
তোমার সুধায় প্রলুব্ধ সব
মন্মথ সৌভিক।
কামরাঙা ঠোঁট উথল শাখার
লীলাবতী আহ্বান,
চন্দ্রপত্নী কৃত্তিকা স্বাতী
বিশাখায় দেহদান।
ক্লান্ত পথিক নির্জীব দেহ
নিঃসঙ্গ ব্যাকুলতা,
তব সহবত সম্ভোগ সুখ
কোজাগর পেলবতা।
বিবসিনী শ্বাস প্রেমালিঙ্গণ
যাতনা তারিণী রূপ,
ঘুমায় পান্থ গোপন কুটিরে
তুষ্ণীক নিশ্চুপ।
টিকাঃ সৌঁরিক >সাকি; তুষ্ণীক>মৌন।
বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৯ ৯৭৭ বার পঠিত #ইফতেখার আলমের কবিতা #কবিতা #বাংলা কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা