বুধবার, ২০ মার্চ ২০১৩
প্রত্যাখ্যান -এ্যাডভোকেট শামীম উল আলম
Home Page » সাহিত্য » প্রত্যাখ্যান -এ্যাডভোকেট শামীম উল আলম
স্হবির হয়ে পড়েছে জীবন-
পথগুলো কেমন যেন অচেনা মনে হয়!
চৈত্রের খরতাপে তপ্ত পীচ ঢালা পথ,
জঠর জ্বালায় অতিষ্ঠ খেটে খাওয়া মানুষেরা।
অঢেল অর্থের উপরে বসে আছেন রাজা
তাই চিন্তা নেই পাত্র মিত্র পারিষদদের।
চুলায় আগুন জ্বলে না প্রলেতারিয়েতের-
প্রাণ দিতে হলে উলুখড়েরা তো আছেই।
গণতন্ত্র নামেই আছে, আছে পাঠ্য পুস্তকে-
রাজা রাজড়ার নহবত শানাই বাজে উচ্চগ্রামে,
গরীব-দুঃখীর জয়গা চিরকালই পথে পথে।
চলার পথে শুধুই প্রতিবন্ধকতা-
অবরোধ আর প্রতিবন্ধকতার নাম রাজনীতি নয়,
রক্ত পিপাসু বাঘের থাবা বাড়ানো ভীরু হরিণীর দিকে।
এটা কোন জীবন হতে পারে না-
জ্বালাও পোড়াও আর দুর্নীতির রাজনীতি
জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবেই।
বাংলাদেশ সময়: ৯:৩৮:০৭ ৬০১ বার পঠিত