শুক্রবার, ১০ জুলাই ২০২০
কুইল (Quill)-ইফতেখার আলম
Home Page » বিনোদন » কুইল (Quill)-ইফতেখার আলম
রুপোর দামী কালির পাত্র, কলম জ্ঞানের দীপ
বন ময়ূরের রঙিন পালক সোনায় মোড়া নিব।
আভিজাত্য শৌখিনতা তেমন জ্ঞানের বাহন
বলতে গেলে অপূর্ণ রয় কলম সাতকাহন।
টারকি ঈগল রাজহংসী লক্ষ্মীপেঁচার পালক
এই কলমে যাত্রা শুরু নব্য জ্ঞানের আলোক।
মধ্য যুগের চিত্রকলা সাহিত্য দর্শন
পালক কলম রাখতো ধরে ধ্রুপদি বর্ষণ।
ধর্মপাল আর মহীপাল পাল বংশের শশী
তাদের হাতের শোভা ছিল এই ধরনের মশী।
এই কলমে অলংকৃত বার ভুঁইয়ার আসন,
গর্বভরে চালিয়ে গেছে সুবাহ বাংলার শাসন।
রাজরাজড়া ঝালরবাতি হোকনা এসব মিছে
এখন আমার প্রত্ন রত্ন পালক কলম আছে,
আলেকজান্ডার নেপোলিয়ন সিজার মহীপাল
নিজের মধ্যে বসাই ডেকে দুরন্ত দিকপাল।

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪২ ১১৫৪ বার পঠিত #ইফতেখার আলমের কবিতা #বাংলা কবিতা #বাংলা শ্রেষ্ঠ কবিতা