বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
জামালপুরের ইসলামপুরে বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি
Home Page » জাতীয় » জামালপুরের ইসলামপুরে বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি
রিপোর্টার বঙ্গনিউজঃ
দ্বিতীয় ধাপে ভয়াবহ বন্যা কবলিত জামালপুরের ইসলামপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ বিকেল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন ।
বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কয়েকদিন থেকেই।আজ সকাল থেকে পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও বিকেলে দুই সেন্টিমিটার পানি কমেছে বলে জানা গেছে।
তবে ইসলামপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাঁধ ও রাস্তা ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে , পানি ঢুকছে বিস্তীর্ণ এলাকায়।
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি , এছাড়াও দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ এর বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২১:৫৭ ৬০৪ বার পঠিত #বন্যা