 
    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
ঃহঠাৎ বৃষ্টি হঠাৎ প্রেমঃ– মোঃ আজিজুল হক
Home Page » বিনোদন » ঃহঠাৎ বৃষ্টি হঠাৎ প্রেমঃ– মোঃ আজিজুল হক
মেঘলা আকাশ –
চারদিকে রোদ,হঠাৎ ঝম্ ঝম্ বৃষ্টি ;
একটি  মেয়ে ভিজে ভিজে যাচ্ছিল একাএকা-
আশেপাশে দাড়াঁবার মতো নেই  কোন ঠাঁই,
নেই কোন  রিক্সা,গাড়ি -ঘোড়া, চারদিক ফাঁকা
মেয়েটির হাতে  নেই  কোনো ছাতা।
আমি ক্লাস থেকে কী কাজে নিউমার্কেট, নীলক্ষেত-
নীলক্ষেত থেকে দুপুরে ফিরছি হলে,
আমি একা একা, তবে আমার হাতে ছিল ছাতা
দেখি-মেয়েটি বৃষ্টিতে ভিজে একাকার।
ছাতার নিচে ডাকলাম -প্রথমে -’না’,লজ্জায় লাল হয়ে গেলো,
অবশ্য পরে অনেক ইতস্ততঃতা করে ছাতার নিচে এলো।
বৃষ্টির প্রবল ঝাপটায় দু’ জনেই ভিজে  মাখামাখি-
মৌনতার সিঁড়ি বেয়ে কিছু কথা, কিছু প্রলোপন হাটা পাশাপাশি।
একই ছাতার  নিচে একটু আলতো ছোঁয়া,একটু স্পর্শ, একটু শিহরণ,
বাহিরে শ্রাবণের প্রবল বৃষ্টি, প্রলয় বষর্ণ,
জানিনা- আমার মনের ভেতরে কীসের তুমুল  ঝড়?
মেয়েটির কথায় আমি হঠাৎ সম্বিৎ ফিরে  পেলাম-
সে রিনিঝিনি মিষ্টি কন্ঠে বললো-আমার পথ শেষ -
আমি একটু “বৃটিশ কাউন্সিল লাইব্রেরি “-তে যাবো,
আমি মনে২ বললাম -তোমার  পথ শেষ,আমার পথ কেবল শুরু,
জানিনা- আবার কবে দেখা  পাবো?
বিদায় বেলায় –
কম্পিত,পুষ্পিত রাঙা ঠোঁটে একটু মিষ্টি কৃতজ্ঞতার হাসি,
আর কাজল কালো চোখের ভ্রু - নাচিয়ে বললো-” এবার আসি”।
এরই নাম কী প্রথম দেখাতে ভালো লাগা?
প্রথম দেখাতেই ভালোবাসা?
প্রথম দেখাতেই  প্রেম?
তারপর  যা হলো–
কিছু দিন - রীতিমত নেই নাওয়া -খাওয়া, নেই ঘুম, কী যে হলো?
শুষ্ক, রুক্ষ, উস্কু-খুস্কু এলো চুল, নেই পড়াশোনা, সব এলোমেলো।
এরই নাম কী অনুরাগ, এরই নাম কী প্রেম?
এরই নাম কী মন দেয়া নেয়া,বুঝিনিতো শ্যাম?
তারপর,তারপর–
কত বৃষ্টি এলো,কত বর্ষা গেলো-
“ফুলার রোড” দিয়ে “এস,এম” হলে কত আসা-যাওয়া
কত অজানা প্রতীক্ষা- তাকে খুঁজেছি কত একা একা,
বৃষ্টি  নামের  সেই মিষ্টি মেয়েটির সাথে
আবার যদি কোন দিন হয় দেখা।
মনে মনে  ভাবি অনুক্ষণ- আবার যদি  নামতো বৃষ্টি,
আবার যদি  কোন  শুভক্ষণে হঠাৎ  হতো দেখা!
এখনো -এতোকাল, এতো যুগ পরে-
বৃষ্টি হলেই  আমি বৃষ্টি পায়ে হাটি,
আমি মনের সুখে বৃষ্টিতে সাঁতার  কাটি;
আমি বৃষ্টি গায়ে মাখি,বৃষ্টিকে বড় ভালোবাসি।
বৃষ্টি নামলেই -বৃষ্টি নামের সেই মিষ্টি মেয়েটির কথা
কেন জানি আজও ভাবি- কেন জানি আজও  পড়ে মনে,
কেমন করে সেদিন জড়িয়েছিলাম-
জড়িয়েছিলাম-ভালোবাসার টানে!

২৬-০৭-২০২০।
বাংলাদেশ সময়: ২১:২২:৩৭ ১২২৪ বার পঠিত #আজিজুল হকের কবিতা #বাংলা কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা