বুধবার, ১২ আগস্ট ২০২০
জ্যোতির্ময় আঙিনা-ইফতেখার আলম
Home Page » বিনোদন » জ্যোতির্ময় আঙিনা-ইফতেখার আলম
জ্যোতির্ময় আঙিনা
(হুমায়ুন আজাদ স্যার স্মরণে)
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
ছোট্ট শান্ত গ্রাম শাপলার বিল,
বজ্র মেঘের মতো গর্জনশীল
স্বাধিকার চিৎকারে রোদপোড়া চিল।
পাখির পালকে জমা রাতের আঁধার
খসে পড়ে চোখ মেলে ঘাসের নিহার,
আযানের ধ্বনি বাজে মসজিদে ভোরে
পাখিদের ঘুম ভাঙে বেদনার সুরে।
গাছের পাতায় জমা শিশিরের কণা
রাতের কান্না হয়ে ঝরে আনমনা,
সিক্ত জ্যোতির্ময় আঙিনার ধুলি
বিবর্ণ ক্যানভাসে বিচ্যুত তুলি।
সলাজ বধুর কাঁখে নকশী কলস
আবির দু’খানা পা অনিহ অলস,
তবুও শান্ত জল তোলে আলোড়ন
নকশীকাঁথায় আঁকা গ্রামীণ জীবন।
চিরল চালতাপাতা শ্যামলিমা ছায়
দুরুদুরু কেঁপে ওঠে উদাসীন বায়,
বাড়ির দখিন কোণে হিজলের বন
আনত বিলের জল ব্যথিত বদন।
ধর্মান্ধ শকুনির তীক্ষ্ণ নখর
বিক্ষত দেহে বহে খুনের নহর,
অধর্মের কোপে রক্ত পিচ্ছিল পথ
বিমূঢ় বাঙালির নব জয়রথ।
বাতাবি লেবুর ডালে উদাস কোকিল
বিরহী কণ্ঠে তার ব্যথার মিছিল,
তোমার স্মরণে ডাকে পায়রা বাকুম
ভাঙে না তবুও তব অভিমানী ঘুম।
তোমার ঘুমের ঘর রাঢ়িখাল গাঁও
নাহয় একটি বার ঘুরে দেখে যাও,
আড়িয়াল বিলে এসো শালুকের বনে
অথবা নবান্নে এসো ফসলের ঘ্রাণে।।

বাংলাদেশ সময়: ৮:৪৬:২৪ ৭৮৯ বার পঠিত #আধুনিক বাংলা কবিতা #ইফতেখার আলমের কবিতা #শ্রেষ্ঠ বাংলা কবিতা