শনিবার, ২২ আগস্ট ২০২০
ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমানের উদ্যোগে নিজ গ্রাম সিকিনওহাটায় মাস্ক বিতরণ
Home Page » বিবিধ » ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমানের উদ্যোগে নিজ গ্রাম সিকিনওহাটায় মাস্ক বিতরণ
সাম্প্রতিককালের করোনা মহামারীর কবলে অনেকের জীবনই যেন এক দোলাচলতায় দুলছে। যদিও আজকাল সবাই এ মহামারী বিষয়ে জ্ঞাত, কিন্তু তবুও যেন অসচেতনতা আমাদের পিছু ছাড়ছে না। প্রয়োজনীয় ক্ষেত্রে মাস্ক ব্যবহারে আমাদের অনীহা। পুলিশ-প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা এগিয়ে আসছে সমাজের কল্যাণে। তাঁরা নিজ নিজ এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করছে।
তেমনই এক মেধাবী ও তুখোড় ছাত্রনেতা মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান তাঁর নিজ উদ্যোগে নিজ গ্রাম সিকিনওহাটায় করোনা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেন। নিজ হাতে গ্রামের মুরুব্বি, যুবকদের মাস্ক পরিয়ে দেন। জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। এ বিষয়ে তাঁর সাথে কথা বললে তিনি বলেন, ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমি যদি মানুষের পাশে উদারতা নিয়ে দাঁড়াতে পারি, মানুষের কল্যাণে নিজেকে কাজে লাগাতে পারি, তবেই আমি সার্থক। আমি চাই, মানুষ সচেতন থাকুক, ভালো থাকুক, এই মহামারী থেকে বেঁচে থাকুক। “
বাংলাদেশ সময়: ১৩:০৬:৫৭ ৯১৭ বার পঠিত #ছাত্রলীগ #ছাত্রলীগ নেতা #ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান