 
    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড
Home Page » সারাদেশ » রাজধানীর গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ড  
বঙ্গনিউজঃ রাজধানীর গুলশানে ‘গুলশান শপিং সেন্টার’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলশান ১ নম্বরের ওই শপিং সেন্টারের ষষ্ঠ তলায় এক পোশাক কারখানায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রুবিনা আক্তার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এতে কেউ হতাহত হননি।
বাংলাদেশ সময়: ১১:৫৫:১২ ৪৯২ বার পঠিত