মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৩
নাইজেরিয়ায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ১০
Home Page » বিশ্ব » নাইজেরিয়ায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত ১০
বঙ্গ -নিউজ ডটকম মুসলিম অধ্যুষিত উত্তর নাইজেরিয়ার অন্যতম শহর কানো’তে এক সিরিজ বিস্ফোরনে অন্তত ১০ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার পর এ হামলায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীদের মতে, খ্রিষ্টান অধ্যুষিত এলাকা থেকে বোমা ছোড়া হয়েছে। ওই এলাকাতে এর আগে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারাম হামলা করেছিল।
অনেক প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় সাড়ে নয়টায় হঠাৎ কিছু বিস্ফোরণ হয়। প্রধানত খ্রিষ্টান অধ্যুষিত এলাকার পাশেই হয় যেখানে মানুষ সন্ধ্যার পর বিনোদনের জন্য জড়ো হয়। অনেকে ভয়ে পাশের ড্রেনে ঝাঁপিয়ে পড়েন।
কানো’র পুলিশ কমিশনার মুসা দরা বলেন, “শহরের বেশকিছু জায়গায় বিস্ফোরণ হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।”
চলতি বছরের প্রথমদিকে এক বাসে বোমা বিস্ফোরণে ২০ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছিল বোকো হারাম। তাই এই ঘটনার পেছনেও বোকো হারাম দায়ী বলে মনে করছে স্থানীয়রা।
সূত্র : বিবিসি
বাংলাদেশ সময়: ১৪:২৮:০৮ ৫০০ বার পঠিত