শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
ড. সুমন কুমার পান্ডে এনএসডিএ এর পরিচালক হলেন
Home Page » Wishing » ড. সুমন কুমার পান্ডে এনএসডিএ এর পরিচালক হলেন
বঙ্গনিউজঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এর পরিচালক করা হয়েছে ড. সুমন কুমার পান্ডে‘কে। গত ২৪ মার্চ ২০২১ তারিখে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তাঁকে এনএসডিএ পরিচালক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। সেখানে তিনি নিজের মেধা ও দক্ষতা দিয়ে কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি একজন মেধাবী লেখক, গবেষক ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
ড.সুমন পান্ডে রাজশাহী জেলার বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত সুকুমার কুমার পান্ডে একজন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছিলেন। তাঁর মাতা শিখা রানী পান্ডে একজন মানব দরদী মানুষ হিসেবে এলাকায় পরিচিত।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৩৭ ১৪৩১ বার পঠিত #এনএসডিএ #জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ #ড. সুমন কুমার পান্ডে #পরিচালক #প্রধানমন্ত্রীর কার্যালয়