শুক্রবার মধ্যরাত থেকে সাগরে ইলিশ ধরা শুরু

Home Page » এক্সক্লুসিভ » শুক্রবার মধ্যরাত থেকে সাগরে ইলিশ ধরা শুরু
শুক্রবার, ২৩ জুলাই ২০২১



ফাইল ছবি, জেলেদের প্রস্তুতি
বঙ্গনিউজঃ    সাগরে ইলিশ নিধনে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার রাত ১২টায়। এরপর থেকেই সাগরে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত তারা নদী-সাগরে বাধাহীনভাবে ইলিশ ধরার সুযোগ পাবেন।

সে হিসেবে আগামী আড়াই মাস হচ্ছে ইলিশের ভরা মৌসুম। সীমিত সময়ের এ সুযোগ কাজে লাগাতে উপকূলের জেলে ও মৎস্য মোকামগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। যদিও ক্যালেন্ডারের হিসাবে গত ১ জুলাই থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে।

উপকূলের বিভিন্ন সুত্র জানিয়েছে, অনেক জেলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষাই করেননি। এক সপ্তাহ আগে থেকেই বিপুল সংখ্যক জেলে স্থানীয় প্রশাসনের সঙ্গে অনৈতিক চুক্তি করে ইলিশ নিধনে সাগরে নেমে গেছেন।

মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. আনিছুর রহমান  বলেন, গভীর সমুদ্রে সব ধরনের মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত ২০ মে শুরু হয়েছিল; শুক্রবার মধ্যরাতে তা শেষ হবে। পরবর্তী নিষেধাজ্ঞা দেওয়া হবে ইলিশের প্রজনন মৌসুম আশ্বিন মাসের (সেপ্টেম্বরের শেষ সপ্তাহ) পূর্ণিমার আগে ও পরে মোট একমাস। এরমধ্যে আর কোনো নিষেধাজ্ঞা না থাকায় জেলেরা বাধাহীনভাবে আড়াই মাস ইলিশ ধরতে পারবেন। এ সময়টুকু ইলিশের সবচেয়ে ভরপুর মৌসুম বলেও জানান আনিছুর রহমান।

মৎস্য অধিদপ্তরের বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, বর্ষা মৌসুমে নদ-নদীতে পানি বাড়লে পেটে ডিম থাকা ইলিশ ঝাঁকে ঝাঁকে সাগর ছেড়ে নদীর দিকে ছুটে। তখনই জেলেদের জালে ধরা পড়ে।

ড. বিমল বলেন, বিগত বছরের চেয়ে এবার বৃষ্টি কিছুটা বেশি হয়েছে, তবে সাগর ছেড়ে অভ্যন্তরীণ নদ-নদীর দিকে ইলিশের ঝাঁক আসার মতো পর্যাপ্ত বৃষ্টি এখনও হয়নি। যে কারণে নদ-নদীতে এখনও কম পরিমাণ ইলিশ পাচ্ছেন জেলেরা।

তিনি আরও বলেন, শুক্রবার পূর্ণিমা হওয়ায় নদ-নদীতে পানি বাড়বে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টিও হচ্ছে। এ কারণে কয়েকদিন পরে বেশি সংখ্যক ইলিশ ধরা পড়ার সম্ভবনা আছে।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪২   ৫০৭ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ