
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
অনুমোদন পেলো ১২-১৮ বয়সীদের টিকাদান:WHO
Home Page » জাতীয় » অনুমোদন পেলো ১২-১৮ বয়সীদের টিকাদান:WHOবঙ্গনিউজঃ দেশে ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে।সোমবার সচিবালয়ে সাংবদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দিতে অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলেই তাদের টিকার আওতায় আনা হবে।
[বিস্তারিত আসছে]
বাংলাদেশ সময়: ১২:৩৫:২৬ ৭৪৫ বার পঠিত # #কভিড১৯ #করোনা ভাইরাস #গোপালগঞ্জ #দিনাজপুর #নাটোর #বাঘেরহাট #বিশ্বস্বাস্থ্য #মডার্নার টিকা