
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
মধ্যনগরে কারিতাসের নগদ অর্থ বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে কারিতাসের নগদ অর্থ বিতরণস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর বংশীকুন্ডা (দঃ) ও বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের ৫০ জন সুবিধাভোগীর মধ্যে কারিতাস সবুজ জীবিকায়ন প্রকল্পের উদ্যোগে নগদ ৫,২৫০ টাকা করে জন প্রতি বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের কারিতাস ইছামারী কার্যালয়ে নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া,সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার রতন চন্দ্র বর্মন, কারিতাস সবুজ জীবিকায়ন প্রকল্পের মাঠ সহায়ক এম এম আর সৌরভ,কামরুজ্জামান বিপুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:৪৭:৩০ ১০১৭ বার পঠিত