মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
মধ্যনগরে নৌকার প্রার্থীর বিশাল শোডাউন
Home Page » সারাদেশ » মধ্যনগরে নৌকার প্রার্থীর বিশাল শোডাউন
স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জ জেলার মধ্যনগর বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিম মাহমুদের নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোডাউনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার মধ্যনগর বাজার থেকে মোটর সাইকেল শোডাউনটি শুরু হয়েছে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বিকাল ৪ টার দিকে বংশীকুন্ডা বাজারে এসে শেষ হয়। এতে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল বহর অংশগ্রহণ করে।বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আজিম মাহমুদ জানান, ২০১৬ সালে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছিল সেই নির্বাচনে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করেছিলাম।এই বছরও দল আমাকে মনোনয়ন দিয়েছে। ২০২২ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ।
বাংলাদেশ সময়: ১৬:৫৪:২৩ ১৩৯০ বার পঠিত #মধ্যনগর #শোডাউন #সুনামগঞ্জ