
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৩
মুরসিকে উৎখাতের ঘটনায় ইসরাইল জড়িত: এরদোগান
Home Page » বিশ্ব » মুরসিকে উৎখাতের ঘটনায় ইসরাইল জড়িত: এরদোগানবঙ্গ-নিউজ ডটকম:তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান বলেছে, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলে তাকে উতখাতের ঘটনায় ইসরাইল জড়িত রয়েছে। তুরস্কের জাতীয় ইলেকট্রনিক মিডিয়ায় দেয়া এক ভাষণে এ মন্তব্য করেছে এরদোগান। একই সঙ্গে কোনো কোনো মুসলিম দেশেরও কঠোর সমালোচনা করে এরদোগান। সে বলেছে, সেনা মদদপুষ্ট সরকারকে সমর্থন করে এ সব দেশ মিশরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরদোগান বলেছে, “মিশর নিয়ে কি বলা হচ্ছে? বলা হচ্ছে- ব্যালট বাক্স মানেই গণতন্ত্র নয়। আর এর পেছনে কারা রয়েছে? ইসরাইল। ইসরাইল জড়িত থাকার সুনির্দিষ্ট আলামত ও প্রমাণ তুরস্কের কাছে আছে। মিশরে এ ঘটনাই ঘটেছে।” মিশরে গতমাসে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সেনা সমর্থিত সরকারের বিরোধিতা করে তুরস্ক। আঙ্কারার এ অবস্থানে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।
বাংলাদেশ সময়: ৩:২৮:৩০ ৪৫৪ বার পঠিত