
শুক্রবার, ২৩ আগস্ট ২০১৩
‘বেগম খালেদা জিয়ার কৌশল বুঝতে আওয়ামী লীগের ২০০ বছর লাগবে’- ফারুক
Home Page » জাতীয় » ‘বেগম খালেদা জিয়ার কৌশল বুঝতে আওয়ামী লীগের ২০০ বছর লাগবে’- ফারুকবঙ্গ-নিউজ ডটকম: আসন্ন সংসদ অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় ফারুক বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করে সরকার দেশে সংকট তৈরি করেছে। তাই সরকারকেই সংকট নিরসনে দায়িত্ব নিতে হবে।
তিনি আরো বলেন, ‘অশান্তির গহ্বরে দেশকে ঠেলে না দিয়ে সমঝোতার সময় আছে, আলোচনারও সময় আছে। সংকট নিরসন করুন।’
‘আমাদেরকে বলে আমরা নাকি পানসে প্রোগ্রাম দিয়েছি’—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই প্রোগ্রাম দিয়ে নাকি হাসিনাকে উৎখাত করা যাবে না, দাবি আদায় করা যাবে না। আরে…বেগম খালেদা জিয়া কৌশল বুঝতে আওয়ামী লীগের আরো ২০০ বছর সময় লাগবে।’
তিনি আরো বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতেও দেয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৭ ৩৮০ বার পঠিত