রবিবার, ২৫ আগস্ট ২০১৩

শিবিরের হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Home Page » জাতীয় » শিবিরের হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



25h_50953603.jpgবঙ্গ-নিউজ ডটকম: সিলেট: শাহজালাল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
শনিবার রাত ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় সমবেত হন। সেখান থেকে সিকৃবি শাখা সভাপতি ডা. শামীম মোল্লার নেতৃত্বে মিছিলটি বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ডা. শামীম মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক শিপলু রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি প্রতীক কুমার, রেজাউল বারী, অনিরুদ্ধ সাহা, মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মওদুদ আহমেদ, সৌরভ দাস, সজীব সেন, ও অর্জ।

সমাবেশে বক্তারা বলেন, শিবির সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শিবিরের হামলা থেকে রক্ষার জন্য সকল ছাত্রলীগ নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। শিবিরের হামলার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানানো হয় সামাবেশ থেকে।

বাংলাদেশ সময়: ০:৪৩:০২   ৩৯৮ বার পঠিত