রবিবার, ২৫ আগস্ট ২০১৩

প্রসেনজিৎ কাঙ্গালিনী সুফিয়ার সাথে দেখা করবেন

Home Page » বিনোদন » প্রসেনজিৎ কাঙ্গালিনী সুফিয়ার সাথে দেখা করবেন
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



sufia20130824064932.jpgবঙ্গ-নিউজ ডটকম:ঢাকা: শুক্রবার একটি দৈনিক পত্রিকায় কাঙ্গালিনী সুফিয়ার একটি সাক্ষাৎকার নিয়েছিলেন এক সাংবাদিক। সাক্ষাৎকারটিতে কাঙ্গালিনী সুফিয়া তার প্রিয় নায়কের নাম বলতে গিয়ে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের নাম উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি প্রসেনজিতের সঙ্গে দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে প্রসনেজিত অবগত হবার পর ভীষণ সম্মানিত বোধ করেছেন। প্রসনেজিৎ বলেন, ‘বাংলাদেশের এমন জীবন্ত একজন কিংবদন্তী শিল্পী প্রতিনিয়ত আমার সিনেমা দেখেন এবং আমার ভক্ত বিষয়টি সত্যিই আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তিনি বলেন, আমি সত্যিই তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেইসঙ্গে আমি কথা দিচ্ছি এরপর যখনই আমি ঢাকায় যাবো তখন নিশ্চয়ই এই মহান শিল্পীর সঙ্গে যেভাবেই হোক দেখা করবো। ’

প্রসেনজিৎ আরো বলেন, আমি জানি বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে। কিন্তু কেউ আমাকে এতোটা ভালোবাসেন তা আমার জানা ছিলো না।

প্রসঙ্গত, ৭ আগস্ট প্রসেনজিৎ সর্বশেষ এক ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন। আবারো ঢাকায় এসে কাঙ্গালিনী সুফিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি গভীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪৩   ৩৯৩ বার পঠিত