রবিবার, ২৫ আগস্ট ২০১৩

নাইমের সেঞ্চুরিতে ‘এ’ দলের জয়

Home Page » খেলা » নাইমের সেঞ্চুরিতে ‘এ’ দলের জয়
রবিবার, ২৫ আগস্ট ২০১৩



onekshobujerprante_1318522168_1-nay.jpgবঙ্গ-নিউজ ডটকম : অবশেষে নাইমের সেঞ্চুরি ও রাকিবুল হাসানের অর্ধ শতকে বড় জয় পেলো বাংলাদেশ। ইংল্যান্ড লায়ন্স প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩১৯ করে। ৩২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে জহুরুলের উইকেট হারায় এ দল।
তারপর নাইম  ও রাকিবের  ব্যাটিং এ বড় জয়ের দেখা পায় বাংলাদেশ ।রাকিবুল ৭২ রানে আউট হলে ও নাইম ১২১ রানে অপরাজিত ছিলেন।  বাংলাদেশের হয়ে রবিউল ও আলামীন ২টি ও ৩ টি উইকেট লাভ করেন।
ফল: ইংল্যান্ড ৩-১ সিরিজ জয়ী

বাংলাদেশ সময়: ১:০৩:৩৫   ৪২৫ বার পঠিত