সোমবার, ২০ জুন ২০২২
মধ্যনগর থানা পুলিশের ত্রাণ বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগর থানা পুলিশের ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে দুটি বন্যা আশ্রয় কেন্দ্রে ১৫০ টি পরিবারের মধ্যে শুকনো খাবার চিরা,গুড় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুন) সকাল ১১ টার দিকে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন,বর্তমানে কঠিন সময় পার করছেন বন্যাকবলিত মানুষ।খাবারের জন্য মানুষ কষ্ট করছে।তাই আমাদের সবার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।