শনিবার, ২৫ জুন ২০২২
মধ্যনগরে আব্দুল আউয়াল মিছবাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ
Home Page » সারাদেশ » মধ্যনগরে আব্দুল আউয়াল মিছবাহ’র উদ্যোগে ত্রাণ বিতরণ
বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি গ্রামের কৃতি সন্তান তরুণ সমাজসেবক আব্দুল আউয়াল মিছবাহর উদ্যোগে ৯০০ টি বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২১ শে জুন থেকে মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও কক্সবাজার জেলার বৃহত যুব সংগঠন ইয়াশিদের উদ্যোগে ১০ টি গৃহহীন পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়েছে।
আব্দুল আউয়াল মিছবাহ বলেন, আমাদের এলাকার মানুষ যখন বন্যাকবলিত হয়েছেন, তখন আমি আর সিলেটে বসে থাকতে পারিনি।এলাকার মানুষের টানে এলাকায় ছুটে আসি।ঢাকার এসকোটেক গ্রুপের পক্ষ থেকে ৯০০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছি।