কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !

Home Page » জাতীয় » কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
রবিবার, ৬ নভেম্বর ২০২২



প্রতীকি ছবি-কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

বঙ্গ-নিউজঃ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ  শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানান। আজ দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়; ৪টায় এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে একঘণ্টা পর বিকাল ৩টার দিকে ‘অনিবার্য কারণবশত’ পরীক্ষা স্থগিত করা হয়। কারিগরি বোর্ডের এক নোটিশে জানানো হয়েছে এই পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

কী কারণে পরীক্ষা স্থগিত হলো তা বলা না হলেও সংশ্লিষ্ট সূত্র জানায়, এইচএসসির (বিএমটি) বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নতুন সিলেবাসের পরীক্ষার্থীদের পুরাতন সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। আর পুরাতন সিলেবাসের পরীক্ষার্থীদের দেওয়া নতুন সিলেবাসের প্রশ্নপত্র।

এদিকে, কারিগরি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, ‘অনিবার্য কারণবশত’ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাকে বলা হয়েছে, প্রশ্নপত্রের মুদ্রণ সমস্যার কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, আজ দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ২২ হাজার ৯৩১ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ২০:১২:১০   ২০৫ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ