
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৩
“নিশো উর্মিলার প্রেমে”
Home Page » বিনোদন » “নিশো উর্মিলার প্রেমে”
বঙ্গ-নিউজ ডটকম:লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী করের প্রেমে পড়েছেন অভিনেতা নিশো। শুধু তাই নয়, পুরো ক্যাম্পাসে তাদের এক নামে চেনে। কারণ, তারা দুজনই দুজনকে খুব ভালোবাসে। তাদের দেখে ক্যাম্পাসে অনেকে হিংসাও করে।
তবে এ ঘটনা বাস্তবে নয়। আসছে কোরবানি ঈদের জন্য নির্মিত একটি নাটকে প্রথমবার জুটি হিসেবে একটি খণ্ড নাটকে অভিনয় করতে দেখা যাবে উর্মিলা ও নিশোকে। নাটকের নাম ‘চিরকুট’। এটি রচনা ও পরিচালনা করেছেন তানিম পারভেজ।
নাটকটি নিয়ে উর্মিলা বলেন, আমি এর আগে নিশো ভাইয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। আর এ নাটকের শুটিং বেশ কয়েকদিন আগে শেষ করলাম। নিশো ভাই কো-আর্টিস্ট হিসেবে অনেক ভালো। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এ নাটকে বিশ্ববিদ্যালয় পড়-য়া একজন ঠাণ্ড মেজাজের মেয়ে হিসেবে দেখা যাবে আমাকে।
আসছে ঈদে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৪ ৪৪৪ বার পঠিত