মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
আহত হলেন ঢাকার ম্যানহোলে পড়ে জার্মানির উপরাষ্ট্রদূত
Home Page » জাতীয় » আহত হলেন ঢাকার ম্যানহোলে পড়ে জার্মানির উপরাষ্ট্রদূত
বঙ্গ-নিউজ : ঢাকার রাস্তায় ম্যানহোলে পড়ে আহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। সোমবার টুইটারে আহত হওয়ার ছবি দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন উপরাষ্ট্রদূত ।
টুইটারে তিনি লিখেছেন, ঢাকাকে আমি পছন্দ করি। তবে আমি জানতাম, এখানে যত সতর্কই থাকি না কেন, পথ চলতে গিয়ে কোনো এক রাতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যাব।
ওই টুইটে নিজের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন জার্মানির উপরাষ্ট্রদূত।
এদিকে জার্মানির উপরাষ্ট্রদূতের ওই টুইট দেখতে পেয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ওই টুইটে তিনি জানতে চেয়েছেন, ম্যানহোলটি কোথায়? আমরা সেটা ঠিক করার ব্যবস্থা করব।
মেয়র আতিকুলের টুইটের জবাবে উপরাষ্ট্রদূত জানান, ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের পাশে, এখানে সন্ধ্যার পর অনেক বিদেশি হাঁটতে বের হন।
বাংলাদেশ সময়: ১৯:১৪:২১ ২৯৯ বার পঠিত #আহত #উপরাষ্ট্রদূত #জা জেনোস্কি #ম্যানহোল