রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৩
ফিরছেন মাশরাফি,নেই গাপটিল
Home Page » খেলা » ফিরছেন মাশরাফি,নেই গাপটিল
বঙ্গ-নিউজ ডটকম:ইংল্যান্ডের বিপক্ষে জেতা নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মার্টিন গাপটিলের। পরপর দুই ম্যাচে ১০৩ ও ১৮৯ রানের অপরাজিত দুটো ইনিংস খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের এ ব্যাটসম্যান নেই বাংলাদেশ সফরে। ইনজুরির জন্য জাতীয় দল থেকে ছিটকে গেছেন গাপটিল। নিউজিল্যান্ডের ফিজিওথেরাপিস্ট পল ক্লোজ অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন তাকে। রাইট অ্যাঙ্কেলের চোটের পাশাপাশি ডান হাতের আঙ্গুলেও ব্যথা আছে তার। গাপটিল না থাকলেও মাশরাফি বিন মর্তুজা নিশ্চিতভাবেই থাকছেন এ সিরিজে। ইনজুরিতে ৮ মাসের মতো বাইরে থাকার পর শনিবার মিরপুর স্টেডিয়ামে প্রস্তুতির ফাঁকে তিনি বললেন, ‘৩ থেকে ৫ সেপ্টেম্বর খুলনায় তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটার ওপর নির্ভর করছে অনেক কিছু। আশা করছি সেখানে ভালো করে জাতীয় দলে ফিরব আমি।’ ২০১৫ বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বলেও জানালেন মাশরাফি। তিনি বলেন, ‘বিশ্বকাপের এখনও ১ বছরের বেশি বাকি। ততদিনে কি হবে না হবে বলা কঠিন। আপাতত নিউজিল্যান্ড সিরিজ এরপর শ্রীলঙ্কা আর এশিয়া কাপ নিয়ে ভাবছি আমি।’
বাংলাদেশ সময়: ২:৪৭:৫৬ ৪৩১ বার পঠিত