বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩
জয় দিয়ে শুরু পিএসজি, বেনফিকার
Home Page » খেলা » জয় দিয়ে শুরু পিএসজি, বেনফিকার
বঙ্গ-নিউজ ডটকম:থিয়াগো মত্তার জোড়া গোলে ফ্রান্স চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই ৪-১ গোলে হারিয়েছে গ্রিসের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকসকে । চ্যাম্পিয়ন্স লীগের ‘সি’ গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় নায়ক ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো। খেলার ৮২ মিনিটে ইবরাহিমোভিচ পেনাল্টি মিস করলেও ফলাফলে কোন ব্যত্যয় ঘটেনি। পিএসজি’র হয়ে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন এই মওসুমে নাপোলি ছেড়ে যাওয়া অ্যাডিনসন কাভানি। ২৫ মিনিটে গ্রিসের দলটিকে সমতা এনে দেন ভ্লাদিমির উয়েইস। কিন্তু দৃশ্যপট নিজেদের সম্পূর্ণ অনুকূলে আনতে থিয়াগো সময় নেন মাত্র ৬ মিনিট। ৬৮ ও ৭৩ মিনিটে দু’টি গোল করে দলকে নিয়ে যান জয়ের কাছে। আর খেলার শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে অলিম্পিয়াকসকে আরও দূরে ঠেলে দেন ব্রাজিলিয়ান তরুণ মারকুইনহোস। পিএসজির হয়ে অভিষেক ম্যাচেই ৮৬ মিনিটে দলকে চতুর্থ গোলটি এনে দেন তিনি। ‘সি’গ্রুপের দিনের অন্য খেলায় বেনফিকা ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ামের দল আনদেরলেক্ট।
বাংলাদেশ সময়: ১:৫৯:৪০ ৫৩৯ বার পঠিত