মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৩
পাকিস্তানের বেলুচিস্তানে ৭.৮ মাত্রার ভূমিকম্প
Home Page » বিশ্ব » পাকিস্তানের বেলুচিস্তানে ৭.৮ মাত্রার ভূমিকম্প
বঙ্গ-নিউজ ডটকমঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলের আরব সাগর উপকূলবর্তী প্রদেশ বেলুচিস্তানে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বেলুচিস্তানের দালবানদিন এলাকার কাছে আওরান জেলার ৬৯ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে আঘাত হানে ভূমিকম্পটি। ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। পাক সংবাদ মাধ্যমগুলোর প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পুরো বেলুচিস্তান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। এছাড়া, পার্শ্ববর্তী সিন্ধ প্রদেশসহ করাচি, জাকোবাবাদ, খাইরপুর এবং নৌশেরো ফিরোজ শহরও ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা বেশি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৬ ৫৬৭ বার পঠিত