মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৩
গুইমারায় বাবা ও শিশু পুত্র গুলিবিদ্ধ
Home Page » সংবাদ শিরোনাম » গুইমারায় বাবা ও শিশু পুত্র গুলিবিদ্ধ
বঙ্গ-নিউজ ডটকমঃ খাগড়াছড়ি জেলার গুইমারা থানার বটতলী নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে কংজয়প্রু মারমা (৩৫) ও তার শিশু পুত্র সাচিং মারমা (৩) গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকেগুইমারা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা ও ছেলেকে গুইমারা রিজিয়ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গুইমারা ইউনিয়নের বটতলা এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন কংজয়প্রু মারমা। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে জানালা দিয়ে ঘরের ভেতর গুলি ছোড়েঁ। এতে কংজয়প্রু মারমা বুকে গুলিবিদ্ধ হন ও তার ছেলের ডান হাতে গুলি লাগে। গুইমারা রিজিয়নের জিটুআই মেজর হাসান আরাফাত বঙ্গনিউজকে জানান, প্রাথমিকভাবে পারিবারিক জমিজমা সংক্রান্ত কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এই ঘটনায় জড়িত চাইলাপ্রু মারমা নামে একজনকে স্থানীয়রা চিনতে পেরেছে বলেও জানান তিনি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০:২৩:২৬ ৪৫৯ বার পঠিত