সোমবার, ৭ অক্টোবর ২০১৩
গুলশানের ডেসকো অফিসে ভয়াবহ আগুন
Home Page » প্রথমপাতা » গুলশানের ডেসকো অফিসে ভয়াবহ আগুন
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর গুলশান-১-এ ডেসকো অফিসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে এ আগুনের ঘটনা ঘটে। দমকল বাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকান্ডের খবরে ভাটারা এবং তেজগাঁও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। প্রত্যক্ষদর্শী আরিফ উদ্দীন রাসেল ঘটনাস্থল থেকে বঙ্গনিউজকে বলেন, বৈদ্যুতিক ট্রান্সফার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। তিনি জানান, রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন ইউনিট সেখানে পৌঁছায়নি।
বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৮ ৫০৮ বার পঠিত