মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৩
৩২তম বিসিএসের গেজেট প্রকাশ
Home Page » জাতীয় » ৩২তম বিসিএসের গেজেট প্রকাশ
বঙ্গ-নিউজ ডটকমঃ ৩২তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে দিয়ে এক হাজার ৬১৯ জনের বিসিএস ক্যাডারে নিয়োগ চূড়ান্ত হলো। জারি করা প্রজ্ঞাপনটি ভিজিট করতে হলে www.mopa.gov.bd ওয়েবসাইটে ক্লিক করতে হবে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে চার মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ নেওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের পর নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবীস হিসেবে কাজ করতে হবে। সে সময় চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১:০৭:৩৮ ৫১১ বার পঠিত