সোমবার, ১৪ অক্টোবর ২০১৩
প্রধানমন্ত্রীর ২০ টাকা বকেয়া শোধ
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর ২০ টাকা বকেয়া শোধ
বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের নামে উৎসর্গ করা ফ্লাইওভারের প্রথম টোলও দেন তিনি। কিন্তু টোলপ্লাজার কর্তব্যরত কর্মচারীরা এ সময় ভুলে তার গাড়ির টোল ৭০ টাকার জায়গায় ৫০ টাকা নেন। টোলপ্লাজার কর্মীরা ভুল করে ২০ টাকা কম নিলেও পরবর্তীতে যখন প্র্রধানমন্ত্রী বিষয়টি জানতে পারেন, সঙ্গে সঙ্গেই তা শোধ করে দেন। রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির বৈঠক চলাকালে নিজেই এই ২০ টাকা বকেয়া টোল পরিশোধের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার উদ্বোধন করার জন্য আমি যে জিপ গাড়িটি নিয়ে যাই তার টোল নির্ধারিত ছিলো ৭০ টাকা। অথচ উদ্বোধনের দিন আমার কাছে নেওয়া হয় ৫০ টাকা। পরে জানতে পেরে টোলের বাকি ২০ টাকা পাঠিয়ে দিতে বলেছি সামরিক সচিব সাহেবকে।
বাংলাদেশ সময়: ১১:২৯:৩৮ ৪৫১ বার পঠিত