বুধবার, ২৩ অক্টোবর ২০১৩
যাত্রাবাড়ীতে কিশোর নিহত
Home Page » সংবাদ শিরোনাম » যাত্রাবাড়ীতে কিশোর নিহত
বঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বোরাক পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আরো দু’জন অটোরিকশার আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জসীম বঙ্গনিউজকে দুর্ঘটনায় কিশোর নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৫৭ ৪১৭ বার পঠিত