বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৩
কক্সবাজারে বিএনপির গণমিছিল
Home Page » সংবাদ শিরোনাম » কক্সবাজারে বিএনপির গণমিছিল
বঙ্গ-নিউজ ডটকমঃ কক্সবাজার শহরে গণমিছিল করেছে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। বিএনপির সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। আন্দোলনের অংশ হিসেবে মিছিলটি বের করা হলেও শেষ পর্যন্ত মিছিলটি নির্বাচনী শোডাউনে পরিণত হয়। মিছিলে ঢোল-বাজনা, ধানের শীষ হাতে নিয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। এর আগে এক সমাবেশে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রাশেদ মো. আলীসহ বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। এদিকে, বিএনপির এ গণমিছিলকে কেন্দ্র করে কক্সবাজার শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৯:২৪:০২ ৪৫১ বার পঠিত