
রবিবার, ৩ নভেম্বর ২০১৩
আজ শ্যামা পূজা
Home Page » জাতীয় » আজ শ্যামা পূজাবঙ্গ-নিউজ ডটকমঃ বারো মাসে তের পার্বণে উৎসব মুখরিত হয়ে ওঠে বাঙালি প্রাণ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হিন্দু সম্প্রদায়ের তেমনই এক পার্বণ শ্যামা পূজা। একে আবার কালি পূজাও বলে। বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে এ পার্বণে আবারো মিলিত হয়েছে সবাই। শনিবার দিনগত রাত সাড়ে তিনটা। রাজধানীর অন্য সব এলাকা ঘুমিয়ে পরলেও উৎসব-উল্লাস-আনন্দে জেগে রয়েছে পুরান ঢাকা। রাজধানীর অন্যান্য মন্দিরের পাশাপাশি শাঁখারী বাজার থেকে তাঁতী বাজার পর্যন্ত অসংখ্য পূজামণ্ডপ আর ঝলমলে আলোয় সেজে উঠেছে চারদিক। মাঝ রাতেও পূজাকে কেন্দ্র করে পথের দু’ধারে বসা দোকানগুলোতে তখনো কেনাকাটার ধুম। মুড়ি-মুর্কি, খই, নাড়ু-মোয়া, শাঁখা পলা, কাঁচের চুড়ি মনে করিয়ে দেয় বাঙালি ঐতিহ্য। বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে আসা ১০ বছর বয়সী পরিতোষ পাল বঙ্গনিউজকে বলেন, পূজা দেখতে এসে খুবই ভাল লাগছে। প্রতি বছরই আসি। বন্ধুদের সঙ্গে আতশবাজি ফোটাই অনেক আনন্দ হয়। যাত্রাবাড়ী থেকে পরিবার নিয়ে আসা সৌমেন চক্রবর্তী বঙ্গনিউজকে বলেন, ব্যবসার কাজে পরিবার নিয়ে বেড়ানোর সময় পাই না। পূজা-পার্বণ এলে একটু সময় পাওয়া যায়। আজ পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছি। ইচ্ছে আছে সারা রাতে ঢাকার উল্লেখযোগ্য সবগুলো মন্দির ঘুরে দেখব। নবাবগঞ্জ থেকে আসা পুরহিত মাধব চক্রবর্তী বঙ্গনিউজকে বলেন, সাধারণত পারিবারিক সমৃদ্ধি, অর্থনৈতিক উৎকর্ষসহ সব মানুষের মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। এটি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ পার্বণ।
বাংলাদেশ সময়: ১০:৪৭:০৪ ১১৪৪ বার পঠিত