শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩

অনশন ভাঙলো কুয়েট শিক্ষার্থীরা

Home Page » জাতীয় » অনশন ভাঙলো কুয়েট শিক্ষার্থীরা
শুক্রবার, ৮ নভেম্বর ২০১৩



khulna-kuet-bg-120131107202857.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের ০৯ ব্যাচের আমরণ অনশনরত শিক্ষার্থীরা সোমবার থেকে ক্লাসের তারিখ ঘোষণা হওয়ায় অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান। এর আগে মঙ্গলবার রাত ১০টা থেকে পুনরায় ক্লাস শুরুর দাবিতে বিভাগের ১১৯ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এতে ৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বঙ্গনিউজকে বলেন, বিকেল ৫টা থেকে শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ১১ নভেম্বর সোমবার থেকে পুরকৌশল বিভাগের ০৯ ব্যাচের ক্লাস শুরু হবে।

এদিকে দাবি পূরণ হওয়ায় অনশন ভাঙার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছে।
জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিলে পুরকৌশল বিভাগের ০৯ ব্যাচের শিক্ষার্থীদের সেন্ট্রাল ভাইভা পরীক্ষাকে কেন্দ্র করে কয়েকজন শিক্ষার্থী কুয়েট ক্যাম্পাস ও শিক্ষকদের বিরুদ্ধে ইন্টারনেট, ব্লগ ও ফেসবুকে কটূক্তি করেন।

এ ঘটনার পর পুরকৌশল বিভাগের শিক্ষকরা কর্মবিরতি ও অবিলম্বে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে দাবি জানান।

এর প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে বহিষ্কার হন কুয়েটের নয় শিক্ষার্থী। একই অভিযোগে আরো ১০ শিক্ষার্থীকে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।

এরমধ্যে ৫ জন শিক্ষার্থী সেই ব্যবস্থার প্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট করে শাস্তির স্থগিতাদেশ করলে ৪ মে থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ওই বিভাগের সকল কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকেন।

কুয়েট কাউন্সিল কর্তৃক শাস্তির সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে ৪ মে থেকে শিক্ষক সমিতির ব্যানারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসার পর ওই বিভাগের ৮ জন শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগও করেন।

এক পর্যায়ে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থে ১৯ আগস্ট তাদের কর্মসূচি স্থগিত করে পরীক্ষার কার্যক্রম পুনরায় চালু করে। কিন্তু তখনও ০৯ ব্যাচের কেবলমাত্র এক শিক্ষার্থীর শাস্তির স্থগিতাদেশ মেনে নেননি শিক্ষকরা। যার কারণে তারা ১১৯ জন শিক্ষার্থীর ক্লাস নেননি।

বাংলাদেশ সময়: ০:১২:২৯   ৩৯৮ বার পঠিত