
সোমবার, ১১ নভেম্বর ২০১৩
রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ৫
Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ৫বঙ্গ-নিউজ ডটকমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন রাজশাহীতে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির পাশে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশেরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হন। প্রতক্ষ্যদর্শীরা বঙ্গনিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা কাদিরগঞ্জ এলাকা থেকে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মালোপাড়া পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছলে তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ এগিয়ে গেলে সংঘর্ষ বেধে যায়।
ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়।
মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া বঙ্গনিউজকে বলেন, ছাত্রদলের মিছিল থেকে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১:৩৩:০৯ ৩৮২ বার পঠিত