সোমবার, ১৮ নভেম্বর ২০১৩

দূরে কি থাকা যায়-কণ্ঠশিল্পী হেমার প্রথম একক অ্যালবাম

Home Page » বিনোদন » দূরে কি থাকা যায়-কণ্ঠশিল্পী হেমার প্রথম একক অ্যালবাম
সোমবার, ১৮ নভেম্বর ২০১৩



hema-bg20131118183539.jpghema-bg20131118183539.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ডিসেম্বরের মাঝামাঝিতে বাজারে আসছে কণ্ঠশিল্পী হেমার প্রথম একক অ্যালবাম ‘দূরে কি থাকা যায়’। অ্যালবামে ৫টি দ্বৈত গানসহ মোট ১০টি গান রয়েছে। গানগুলো সুর ও সংগীত করেছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ। দ্বৈতগানে হেমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ ও ইলিয়াস। গানগুলো লিখেছেন এ মিজান, রাজীব হোসেন, মাহমুদ আকাশ, শান্তনা মিঠু, কিবরিয়া রনি, সাবরিনা। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর ব্যানারে অ্যালবামটি প্রকাশ করা হবে। এ সম্পর্কে হেমা বঙ্গনিউজকে বলেন, অনেক যত্ন করে গানগুলো করেছি। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে শতভাগ দিতে। ডিসেম্বরের মাঝামাঝি অ্যালবামটি প্রকাশ করতে চাই। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। এরই মধ্যে এ অ্যালবামের ‘মনভাঙ্গা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও-এর কাজ শেষ হয়েছে। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত এ গানটিতে মডেল হয়েছেন সমাপ্তি মাসুক ও হেমা।

অ্যালবাম প্রকাশের পর ‘দূরে কি থাকা যায়’ এবং ‘মায়াবী চোখ’ শিরোনামের আরো দুটি গানের মিউজিক ভিডিও প্রকাশের ইচ্ছে রয়েছে বলে জানালেন হেমার।

বাংলাদেশ সময়: ২০:৪৩:১৯   ৩৮৭ বার পঠিত