বুধবার, ২০ নভেম্বর ২০১৩

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৭

Home Page » সংবাদ শিরোনাম » টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৭
বুধবার, ২০ নভেম্বর ২০১৩



gimg-2012-06-17-107210.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর শিল্প পুলিশের এএসপি কাজী আব্দুল কাইয়ুম জানান, ওই এলাকার অনন্ত ফেব্রিক্স, শিশির নিটিং ও সার্ফ এক্সেল পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে এ সংঘর্ষ হয়।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি এবং আগের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক শ্রমিক আহত হওয়ার প্রতিবাদ জানায় শ্রমিকরা।

এএসপি কাইয়ূম বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের রাস্তায় অবরোধ সৃষ্টি করে। তাদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে সোয়া ১০টার দিকে লাঠিপেটা, রাবার বুলেট ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ সময় শিল্প পুলিশের সদস্য শাহিনুর রহমান ও বাদশা ফাহাদসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।

পরে ওই তিনটি কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।

আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, গত কয়েকদিনের অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার অধিকাংশ কারখনায় বুধবারও ছুটি চলছে।

দীর্ঘ টানাপড়েন শেষে কারখানা মালিকরা সরকার গঠিত মজুরি বোর্ডের প্রস্তাব অনুযায়ী পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি মানতে রাজি হলেও গাজীপুর ও সাভারে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনিই শ্রমিক অসন্তোষ চলেছে।

এই পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই বহু কারখানায় কাজ বন্ধ থাকছে। ভাংচুর, সংঘর্ষের মতো ঘটনাতেও জড়াচ্ছে পোশাক শ্রমিকরা। সোমবার গাজীপুরে কাশিমপুরে সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যুও ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪:৩২:৩০   ৩৬৪ বার পঠিত