
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
‘প্রসূনে জাহাঙ্গীরনগর’
Home Page » সাহিত্য » ‘প্রসূনে জাহাঙ্গীরনগর’
ভালোবাসা মানে ডেইরী গেটের এক কাপ চা,
ভালোবাসা মানে ক্যাফেটেরিয়ার অন্ধকার বারান্দা ।
ভালোবাসা মানে সেন্ট্রাল ফিল্ডে রাত জাগা,
ভালোবাসা মানে মুক্তমঞ্চে চাঁদর গায়ে বসে থাকা ।
ভালোবাসা মানে জহির রায়হান অডিটরিয়াম,
ভালোবাসা মানে সমাজ বিজ্ঞান ভবনের সামনে বেলপুরি
আর পিছনের গাছের আম ।
ভালোবাসা মানে তারুন্যের উচ্ছ্বলতায় মুখর টারজান ,
ভালোবাসা মানে ৭১ ফুট উঁচু শহীদ মিনারে স্মৃতি অম্লান ।
ভালোবাসা মানে M.H হলের কোণায় কোণায় শিশির,
ভালোবাসা মানে লেকের পাড়ে অতিথি পাখির কিচির মিচির ।
ভালোবাসা মানে লাইব্রেরীতে অনেক পড়াশোনা,
ভালোবাসা মানে সংশপ্তক আর অমর একুশে-তে মুক্তির চেতনা ।
ভালোবাসা মানে চৌরঙ্গির ঐ চারটা বাঁক ,
ভালোবাসা মানে মুন্নী আর মুরাদ চত্বরে হারানো ভাই-বোনের ডাক ।
ভালোবাসা মানে রেজিস্ট্রার অফিসের সামনে পড়ন্ত দুপুর,
ভালোবাসা মানে মেডিকেলের সামনের শাপলা ছড়ানো পুকুর ।
ভালোবাসা মানে আল-বেরুনী হলের পিছনে কাশফুল
আর শীতকালের কালো চাদর,
এত্ত ভালোবাসা নিয়েই আমার প্রাণ জাহাঙ্গীরনগর ।
লিখেছেনঃ এস.এম. কায়সার আহমেদ
ফাইনান্স এবং ব্যাংকিং বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ সময়: ০:৩৯:২৮ ৪৭০ বার পঠিত