
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
দীর্ঘ মেয়াদে পরিকল্পনা মতো এগুতে চান মুশফিক
Home Page » ক্রিকেট » দীর্ঘ মেয়াদে পরিকল্পনা মতো এগুতে চান মুশফিকবঙ্গ-নিউজ ডটকমঃ শক্তিশালী দল গঠন ও পরিকল্পনার মতো ব্যাপারগুলোতে অধিনায়ক ও কোচের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুশফিক তাই বারবার দীর্ঘ মেয়াদে এ দুটি দায়িত্ব কাউকে দেয়ার বিষয়টির প্রতি বিসিবির দৃষ্টি আকষর্ণ করছিলেন।গত জুলাইয়ে বাংলাদেশের প্রধান কোচ শেন জার্গেসেনের মেয়াদ বাড়ানো হয় ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। একই সময়ে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের মেয়াদ বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সে সময় মুশফিক বলেছিলেন, তাকেই অধিনায়ক রাখতে হবে এমন নয়। তবে যাকেই অধিনায়ক করা হোক তাকে যেন লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া হয়। যেন তিনি একটি পরিকল্পনা করতে পারেন এবং সেটি বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পান।
অবশেষে তাই হয়েছে; গত বুধবার মুশফিকের অধিনায়কত্বের মেয়াদ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বসবে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর।
বিসিবির কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় নিজের সন্তুষ্টির কথা জানিয়ে মুশফিক বলেন, “দলের নেতৃত্বে আমার সামর্থ্যে বোর্ডের আস্থায় আমি সম্মানিত। শেন (জার্গেসেন), খেলোয়াড় ও ম্যানেজমেন্টের অন্যদের সঙ্গে পরিকল্পনা করার এটি অসাধারণ একটি সুযোগ।”
এক ম্যাচের বেশি দলকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে মুশফিকই সবচেয়ে সফল।
২০১১ সাল থেকে ১২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে। এর মধ্যে একটিতে জিতেছে ও সাতটিতে হেরেছে বাংলাদেশ। ড্র হয়েছে চারটি।
মুশফিকের নেতৃত্বে ২৪ ওয়ানডেতে ১১ জয়ের বিপরীতে ১২ হার আর ১৫ টি-টোয়েন্টিতে ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৯টি।
সাম্প্রতিক সাফল্যের দিকে ইঙ্গিত করে মুশফিক বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছি। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে আমি প্রাণপন চেষ্টা অব্যাহত রাখবো। এ ব্যাপারে খেলোয়াড় ও বোর্ডের পূর্ণ সহযোগিতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
পথ কঠিন হলেও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই লক্ষ্যে পৌঁছা সম্ভব বলে জানান মুশফিক।
নতুন মেয়াদে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মুশফিক। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।
এরপর আগামী বছরের মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮:২৩:৫১ ৪০২ বার পঠিত